বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ পোস্টাল বিভাগ হতে দিনব্যাপী প্রচার প্রচারণার কার্যক্রম হাতে নেয়া হয়েছিল। এই পোস্টাল বিভাগের আওতাধীন দুইটি জেলা ময়মনসিংহ ও নেত্রকোনায় একই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকালে উভয় জেলায় বিতরণকৃত সকল জাতীয় পত্রিকায় ডাক বিভাগের সার্ভিস তথ্য সম্বলিত লিফলেট প্রেরণ করা হয়েছে। উভয় জেলা শহরেই জনগণের নিকট ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কে দিনব্যাপী মাইকিং এর আয়োজন করা হয়েছে। পার্সেল সার্ভিসকে প্রচারের উদ্দেশ্যে একটি স্টিকার তৈরী করে উভয় জেলাতে বিভিন্ন জনবহুল স্থান ও চলমান অটো সিএনজিতে টানানো হয়েছে যেন তা সহজেই গ্রাহকের দৃষ্টিগোচর হয়। ময়মনসিংহ বেতারে বিশ্ব ডাক দিবসের অনুষ্ঠানে ময়মনসিংহ পোস্টাল বিভাগের মাননীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মহোদয় অংশগ্রহণ করেছেেন। বিভিন্ন দপ্তরসমূহে দপ্তর প্রধানের সাথে সাক্ষাৎপূর্বক ডাক বিভাগের সার্ভিস সম্পর্কিত মতামত নেয়া হয়েছে। পাশাপাশি সামাজিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমও ডাক দিবস উপলক্ষে প্রচারনা চালানো হয়। এছাড়াও উভয় জেলাতেই কর্মীগণকে উদ্দীপ্ত করার জন্য র্যালি আয়োজন করা হয়েছে। কর্মীগণ ব্যানার ফেস্টুনসহ খুব উৎসাহের সাথে অংশগ্রহণ করেছে। র্যালি শেষে ডাক অধিদপ্তর কর্তৃক মনোনীত বিশ্ব ডাক দিবসের শ্রেষ্ঠ কর্মী ময়মনসিংহ প্রধান ডাকঘরের অপারেটর জনাব আলীম ও নেত্রকোণা উপ-বিভাগের অবিভাগীয় রানার জনাব লিটন এর নিকট ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজবন্ড পুরস্কার ময়মনসিংহ পোস্টাল বিভাগের অভিভাবক ডেপুটি পোস্টমাস্টার জেনারেল জনাব মো: সাহেদুজ্জামান সরকার কর্তৃক বিতরণ করা হয়। এ সময় ময়মনসিংহ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার জনাব আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ পোস্টাল বিভাগের সুপার জনাব রিপন রায় উপস্থিত ছিলেন। পুরষ্কার বিতরণ শেষে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘোষণা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস